সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় ধসে পড়া স্কুলে অন্তত ৫০ জনের মৃত্যু

সিদোয়ারজো, ইন্দোনেশিয়া: | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১২:৪১

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে গত সপ্তাহে ধসে পড়া আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ পর্যায়ে থাকলেও এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থার কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, এটি চলতি বছরে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা।

গত সোমবার, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে স্কুল ভবনটি ধসে পড়ে। এতে কয়েকশ কিশোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এবং অনেকের মৃত্যু হয়।

দুর্যোগ প্রশমণ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা এক্সকাভেটর ব্যবহার করে রোববার রাতের মধ্যে ধ্বংসাবশেষের ৮০ শতাংশ পরিষ্কার করেছেন। এই সময়ে তারা মৃতদেহ ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছেন।

সংস্থার প্রতিনিধি বুদি ইরাওয়ান বলেছেন, “যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার ভিত্তিতে এখন পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যু নিশ্চিত। ১৩ জন নিখোঁজের সন্ধান চলমান এবং সোমবারের মধ্যেই উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার আশা রয়েছে।”

তিনি আরও জানান, “এক ভবন ধসে একসাথে এতজনের মৃত্যু চলতি ২০২৫ সালের সকল দুর্যোগের মধ্যে সর্বাধিক। প্রাকৃতিক দুর্যোগের তুলনায়ও এই এক ঘটনায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।”

অপর কর্মকর্তার বুদি ব্রাহ্মানত্য বলেন, ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচটি অঙ্গ উদ্ধার করা হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা ৫৪ পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ধারকারীরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তদন্তে ধ্বংসস্তূপ ধসের কারণ হিসেবে বলা হয়েছে, ভবনের ভিত্তি দুর্বল হওয়ায় উপরের তলার ওজন বহন করতে পারেনি।

ইন্দোনেশিয়ার ইসলামিক স্কুল বা মাদ্রাসাগুলো স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ নামে পরিচিত। দেশটিতে প্রায় ৪২ হাজার পেসানত্রেনে ৭০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top