সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে দিল্লি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৪:৩১

সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। তবে ভারতের প্রত্যাশা হলো, বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করতে পারে।

সোমবার (৬ অক্টোবর) দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে—এটাই লক্ষ্য।

ভারতের পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে বেশি মন্তব্য করা উচিত নয়।

বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তিতে দৃঢ়, যা রাজনৈতিক পরিবর্তনের পরও টেকসই থাকবে। উভয় দেশের জনগণের সুবিধা ও মানসিকতা বিবেচনায় সহযোগিতা অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top