গাজা অভিযানে ১,১৫২ ইসরাইলি সেনা নিহত
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৫:১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ১,১৫২ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ৪০ শতাংশের বেশি সেনার বয়স ২১ বছরের কম। এই তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০-এর বেশি, এবং তারা মূলত রিজার্ভ সদস্য ও কর্মকর্তা ছিলেন। নিহত সেনাদের কারণে ৬,৫০০-এর বেশি পরিবার শোকের মধ্যে পড়েছে, যার মধ্যে প্রায় ১,৯৭৩ জন বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু এবং ৩,৪৮১ জন ভাই-বোন রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকায় সব ফ্রন্টের লড়াই করা এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ইউনিটের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইডিএফ সেনা, পুলিশ, শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি স্কোয়াডের সদস্যরা।
মন্ত্রণালয়ের পরিবার, স্মরণ ও ঐতিহ্য-বিষয়ক বিভাগের প্রধান বলেন, “গত দুই বছরের যুদ্ধ আমাদের দেশের জন্য এক ধরনের ২৬ বছরের কাজ এবং ২৬ বছরের শেষকৃত্য অনুষ্ঠানের সমান প্রভাব ফেলেছে। একদিনে সর্বোচ্চ ৯০টি শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।”
এদিকে হামাস দাবি করেছে, অস্ত্র সমর্পণের খবর বানোয়াট।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।