সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

ফ্রান্সে বড় ধাক্কা: মন্ত্রিসভার এক মাসের মাথায় প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

সেবাস্তিয়ান লেকর্নু- সংগৃহীত ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসও পূর্ণ হয়নি—এমন সময়েই মন্ত্রিসভার নতুন প্রধান সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন।

রয়টার্স ও ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার লেকর্নু পরিচিত মুখদের নিয়ে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে “নবীন নেতৃত্বের ব্যর্থতা” হিসেবে সমালোচনা করেন ফ্রান্সের রাজনৈতিক মহল। তীব্র প্রতিক্রিয়ার পর সোমবার তিনি হঠাৎ পদত্যাগপত্র জমা দেন।

রয়টার্স জানিয়েছে, নতুন সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট মাখোঁ এখন বিভক্ত পার্লামেন্ট, রাজনৈতিক অচলাবস্থা এবং আসন্ন বাজেট পাসের চ্যালেঞ্জে পড়েছেন।

যদিও মাখোঁ নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, বিশ্লেষকরা বলছেন—ফ্রান্সের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স, ফ্রান্স ২৪



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top