মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

গাজায় ইসরাইলি বর্বরতার ২ বছর: নিহত ৬৭ হাজার ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১২:৩৮

সংগৃহীত

আজ মঙ্গলবার, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতার দুই বছর পূর্ণ হলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর উপত্যকায় হামলা শুরু করে দখলদার বাহিনী।

এই দুই বছরে ইসরাইলি বাহিনীর হামলায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। শুধু বিমান কিংবা স্থল হামলা নয়; দীর্ঘ অবরোধের ফলে ত্রাণের অভাবে গাজার বাসিন্দারা এখন ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন।

গাজায় গণহত্যার অভিযোগ দীর্ঘদিনের। গেল ১৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বলা হয়, ইসরাইল সেখানে জাতিগত নিধন (জেনোসাইড) চালাচ্ছে।

অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেল আবিব এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামাস নির্মূলের নামে পরিচালিত এই তাণ্ডবে ফিলিস্তিনের উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত। ফিলিস্তিনকে সমর্থন করায় ইরান, সিরিয়া, লেবাননসহ আরও কয়েকটি দেশেও হামলা চালিয়েছে ইসরাইল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top