মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ফোনালাপে পুতিন ও নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:০২

সংগৃহীত

গাজার শান্তি পরিকল্পনা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মস্কো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন আবারও জোর দিয়ে জানায়। গাজা ছাড়াও দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে ছিল ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভুত পরিস্থিতি এবং সিরিয়ার স্থিতিশীলতা।

প্রায় এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছিলেন। এই পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে বিশ্ব স্বাগত জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এটি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে সফল হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top