গাজা চুক্তিতে নেতানিয়াহুকে ‘নেতিবাচক’ বলা নিয়ে ট্রাম্পের অস্বীকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৩:২৪

সংগৃহীত

গাজা যুদ্ধের অবসান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিরস্কারের অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের দাবি ছিল, হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ায় ট্রাম্প নাকি নেতানিয়াহুকে বলেছিলেন, এতটা নেতিবাচক হওয়া বন্ধ করো এবং এই জয়টা গ্রহণ করো।

তবে ট্রাম্প সাংবাদিকদের কাছে এই বক্তব্য অস্বীকার করে বলেছেন, না, এটা সত্য নয়। তিনি (নেতানিয়াহু) এই চুক্তি নিয়ে খুবই ইতিবাচক ছিলেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুর প্রতি হতাশ। গত সপ্তাহে এক উত্তপ্ত ফোনালাপে হামাসের ‘দ্ব্যর্থক প্রতিক্রিয়া’ নিয়ে নেতানিয়াহুর মন্তব্য শুনে ট্রাম্প নাকি ক্ষুব্ধ হন। এরই মধ্যে, যুদ্ধের অবসানে মিশরের শারম এল-শেখে জিম্মি বিনিময়ের লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

হামাস শান্তি প্রস্তাবের কিছু অংশে রাজি হলেও নিরস্ত্রীকরণ এবং গাজায় তাদের ভবিষ্যৎ ভূমিকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top