গাজা অভিমুখী ‘ফ্রিডম ফ্লোটিলা’ আটক, নৌযানে ছিলেন বাংলাদেশি শহিদুল আলম
মিঠু মুরাদ | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১০:৫০

গাজায় দখলদার ইসরায়েল আরোপিত অবৈধ নৌঅবরোধ ভাঙতে রওনা হওয়া আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযানগুলোর মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে বহনকারী নৌযান ‘কনসেন্স’-ও রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির নৌবাহিনী ফ্লোটিলার সব নৌযান থামিয়ে যাত্রীদের আটক করেছে এবং তাদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে-
“আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা শেষ হলো। নৌযান ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।”
এর আগে, শহিদুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ভিডিও শেয়ার করেন। একটিতে তিনি লিখেছিলেন, ইসরায়েলিরা কনসেন্সের দিকে অগ্রসর হচ্ছে। আরেকটিতে উল্লেখ করেন, ইসরায়েলিরা অগ্রসর হচ্ছে।
এর এক সপ্তাহ আগেই ইসরায়েলি নৌবাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি নৌবহর আটক করে। ওই নৌবহরে অন্তত ৪০টি নৌযান ছিল, এবং এতে অংশ নিয়েছিলেন ৪৭৯ জন। তাঁদের অধিকাংশকে ইসরায়েলে নিয়ে আটক রাখা হয় এবং পরবর্তীতে তুরস্ক, গ্রিস ও স্লোভেনিয়ায় পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।
অন্যদিকে, গাজা ফ্রিডম ফ্লোটিলা তাদের সর্বশেষ আপডেটে জানায়, ইসরায়েলি সেনারা তাদের নৌযানগুলোর ওপর আক্রমণ করেছে এবং অন্তত দুটি নৌযানে প্রবেশ করেছে। সংগঠনটি আরও জানায়, ইসরায়েলি বাহিনী তাদের যোগাযোগ সংকেত বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।