গাজার শেষ ফ্লোটিলাও আটক! ইসরায়েলের নৌ-অবরোধ বহাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১২:১০

গাজার দীর্ঘদিনের সামুদ্রিক অবরোধ ভাঙার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হলো। ইসরায়েল গাজাগামী নতুন একটি নৌবহর বা ফ্লোটিলা আটক করেছে। ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জানিয়েছেন, আইনগত নৌ অবরোধ ভাঙার আরেকটি বৃথা চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি নিশ্চিত করেন, জাহাজ ও যাত্রীদের বন্দরে নেওয়া হয়েছে এবং সকলেই নিরাপদ ও সুস্থ আছেন। দ্রুতই তাদের দেশত্যাগের জন্য প্রস্তুত করা হবে।
এই ঘটনা ঘটল মাত্র এক সপ্তাহের মাথায়। এর আগে আটক করা হয়েছিল সুমুদ ফ্লোটিলাকে, যা ছিল গাজা অবরোধ চ্যালেঞ্জ করার সবচেয়ে বড় অভিযান। সেই অভিযানে আটক ৪৭৯ জন সক্রিয়কর্মীর মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। তাদের অধিকাংশই এরই মধ্যে ভিন্ন ভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মহলের নজর থাকা সত্ত্বেও, গাজার ওপর ইসরায়েলের কঠোর নৌ-অবরোধ বহাল রইল। ফ্লোটিলাগুলোর বারবার চেষ্টা প্রমাণ করে, এই অবরোধ ভাঙা কতটা জরুরি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।