কিতাগাওয়া, রবসন ও ইয়াগি পেলেন রসায়নের নোবেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৭:০৮

ঘোষণা করা হলো রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম! এবার যৌথভাবে এই সম্মান পেলেন তিন বিজ্ঞানী— সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, যুগান্তকারী আবিষ্কার ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ ডেভেলপের কারণে তাদের এ বছর নোবেল দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে, গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে পেরিফেরাল ইমিউন টলারেন্স আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানী এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম টানেলিং গবেষণার জন্য তিন বিজ্ঞানী নোবেল পান।
১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার। ইতিহাসের কনিষ্ঠতম নোবেল বিজয়ী ৩৫ বছর বয়সী ফ্রেডেরিক জোলিয়ট রসায়নেই এই সম্মান পেয়েছিলেন। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বিভাগের বিজয়ীরা একটি স্বর্ণপদক, ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পুরস্কার হিসেবে পান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।