লাহোরে আফগান বিমান হামলা! সীমান্ত বন্ধ করল পাকিস্তান, চলছে পাল্টাপাল্টি সেনা হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৩

সংগৃহীত

চরম উত্তেজনা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে! আজ রোববার আফগান বিমান বাহিনী পাকিস্তানের লাহোরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাবুলভিত্তিক টোলো নিউজ। এই হামলার পরপরই পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের প্রধান সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের প্রতিশোধ হিসেবে আফগান বাহিনী এই পাল্টা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশই দাবি করছে প্রতিপক্ষের বিপুল সংখ্যক সেনা হত্যার। তালেবান সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা করেছে এবং ২৫টি ঘাঁটি দখল করেছে।

অন্যদিকে পাকিস্তান সরকার দাবি করেছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে এবং খারচার ফোর্টসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে।

সীমান্ত অঞ্চলের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে প্রায় ৯০ শতাংশ সন্ত্রাসী হামলা ঘটে, যার জন্য ইসলামাবাদ সরাসরি তালেবানকে দায়ী করে। সীমান্তে এই পাল্টাপাল্টি হামলা ও সেনা হত্যার দাবি দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতকে চরম পর্যায়ে নিয়ে গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top