হামাস মুক্তি দিচ্ছে ২০ ইসরাইলি জিম্মিকে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার (১৩ অক্টোবর) ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে।
হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরাইলি সেনারা তাদের দক্ষিণ ইসরাইলে নিয়ে যাবে, যেখানে প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
মুক্তির পর, জিম্মিরা হেলিকপ্টারে করে হাসপাতালে পৌঁছবেন এবং সেখানেই পরিবারদের সঙ্গে দেখা করবেন।
ইসরাইল জিম্মিদের মুক্তি পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি ছিলেন। এর পাশাপাশি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে, যাদের গাজা থেকে ইসরাইলি সেনারা আটক করেছিল।
উল্লেখ্য, গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।