মুক্তির পথে জমজ দুই ভাইয়ের আবেগঘন কোলাকুলি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৫

ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি প্রকাশ করেছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে জমজ দুই ভাই ভিজ এবং গালি একসাথে মিলেমিশে তাদের আবেগ ভাগাভাগি করছেন। ছবিতে বিশেষভাবে ধরা পড়েছে তাদের প্রথম কোলাকুলি মুক্তির পর।
ওই দুই ভাইকে অক্টোবর ৭-এর সন্ত্রাসী হামলার সময় অপহরণ করা হয়েছিল। তখন তাদের বয়স ছিল ২৬ বছর। বর্তমানে তারা ২৮ বছর বয়সী। দুই বছর ধরে গাজায় চলমান সংঘাতের মধ্যে তারা দীর্ঘ সময় আলাদা ছিলেন।
মুক্তির এই মুহূর্তে দুই ভাই একত্রিত হয়ে তাদের অনুভূতি ভাগাভাগি করছেন এবং পরিবার ও বিশ্বের কাছে শান্তি এবং পুনর্মিলনের বার্তা দিচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।