সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনি প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল

রামাল্লা, পশ্চিম তীর: | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৬

ছবি: সংগৃহীত

ইসরাইল সরকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে। শনিবার সকালে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই প্রায় ১,৯৫০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, এবং ২২ জন শিশু রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০০ জনকে পশ্চিম তীরে মুক্তি দেওয়া হচ্ছে, বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য পাঠানো হবে। অল্প সংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে নেওয়া হবে। শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করেছে।

অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তরের মাধ্যমে প্রথমে সাতজন এবং পরে বাকিদের মুক্তি দেওয়া হয়।

এভাবেই দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু করেছে, যা সীমান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top