কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক, দেশে চতুর্থ
স্বপ্নপূরণ: কক্সবাজার বিমানবন্দর পেল আন্তর্জাতিক মর্যাদা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫২

বাংলাদেশের পর্যটন খাতে ঐতিহাসিক এক দিন! কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনস্বার্থে এই ঘোষণা জারি করেছে। এই ঘোষণার ফলে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ালো চারটি।
‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দর এখন থেকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে পরিচিত হবে। এই আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২১ সালে। প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ এবং ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করার কাজ চলমান।
সরকারের পরিকল্পনা হলো কক্সবাজারকে ভবিষ্যতে ইন্দোনেশিয়ার বালির মতো বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পর্যটন বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মধ্য দিয়ে কক্সবাজার আঞ্চলিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।