সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

নোবেল অর্থনীতিতে ৩ জন: উদ্ভাবন ও সৃজনশীল বিনাশ তত্ত্ব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:০৪

সংগৃহীত

২০২৩ সালের অর্থনীতির নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। এ বছর যৌথভাবে এই সম্মাননা পেলেন তিনজন খ্যাতিমান অর্থনীতিবিদ।

বিজয়ীরা হলেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্ধেক পাচ্ছেন জোয়েল মোকিয়র। তার যুগান্তকারী অবদান হলো ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ তত্ত্বটি প্রণয়ন ও ব্যাখ্যা করা।

বাকি অর্ধেক পুরস্কার ভাগ করে নেবেন ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট। তারা অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সৃজনশীল বিনাশ’ বা ‘ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন’ তত্ত্বের ব্যাখ্যা করেছেন।

এর আগে এ বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। ডিসেম্বরের ১০ তারিখে বিজয়ীদের হাতে স্বর্ণপদক ও ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা তুলে দেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top