মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

শিশুদের কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা দিল ডব্লিউএইচও

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৪

ছবি: সংগৃহীত

ভারতের তিনটি শিশুদের কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এই সিরাপগুলোতে বিপজ্জনক মাত্রায় ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিক পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এই তিন কাশির সিরাপে রাসায়নিকটির উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি। অতিরিক্ত ডায়াথিলিন গ্লাইকোল শরীরে প্রবেশ করলে তা কিডনি বিকলসহ মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে।

সতর্কবার্তায় যেসব সিরাপের নাম উল্লেখ করা হয়েছে:

  • কোল্ডরিফ — প্রস্তুতকারী: শ্রেসান ফার্মাসিউটিক্যাল

  • রেসপিফরেশ টিআর — প্রস্তুতকারী: রেডনেক্স ফার্মাসিউটিক্যাল

  • রিলাইফ — প্রস্তুতকারী: শেপ ফার্মা

এর আগে, গত আগস্টে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ সেবনের পর ভারতে ১৭ শিশুর মৃত্যু হয়। এরও আগে ২০২৩ সালে ভারতীয় কোম্পানির তৈরি অন্য সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ শিশুর মৃত্যু ঘটে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, ডব্লিউএইচও’র সতর্কবার্তাকে তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন এবং ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করতে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top