এরদোয়ান ইতালির প্রধানমন্ত্রীকে ধুমপান ছাড়তে বললেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:০৯

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় যখন বিশ্বনেতারা কায়রোতে একত্রিত হয়েছেন, তখনই এক ভিন্ন প্রসঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গাজায় যুদ্ধবিরতি আনয়নের লক্ষ্যে আয়োজিত 'গাজা শান্তি সম্মেলন'-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক আলোচনায় এরদোয়ান মেলোনিকে ধূমপান ছাড়ার আহ্বান জানান।

‎তুর্কি সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে উদ্দেশ করে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনি দারুণ লাগছেন। কিন্তু আপনাকে ধূমপান ছাড়তেই হবে।” এই মুহূর্তে তাঁদের পাশে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যিনি মুচকি হেসে মন্তব্য করেন, “এটা অসম্ভব!”

‎জবাবে মেলোনি রসিকতা করে বলেন, “ধূমপান ছেড়ে দিলে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।” মেলোনি এর আগেও এক সাক্ষাৎকার-ভিত্তিক বইতে স্বীকার করেছেন যে ধূমপান তার রাজনৈতিক সম্পর্ক গঠনে সহায়ক হয়েছে, এমনকি তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সঙ্গেও।

‎অন্যদিকে, ধূমপান বিরোধী প্রচারে বরাবরই সক্রিয় এরদোয়ান তুরস্ককে একটি ধূমপানমুক্ত জাতি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে এরদোয়ান নিয়মিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

‎যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই এমন ব্যক্তিগত পর্যায়ের সংলাপ বিশ্বনেতাদের মধ্যে সম্পর্কের মানবিক ও অন্তরঙ্গ দিকটি তুলে ধরে — একইসাথে একটি বৃহত্তর বার্তাও দেয়: শান্তির পাশাপাশি স্বাস্থ্যও বিশ্বনেতৃত্বের এক গুরুত্বপূর্ণ অঙ্গ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top