ভারতে ‘আই লাভ মোহাম্মদ’ বলায় একাধিক মুসলিম গ্রেপ্তার
নয়াদিল্লি | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:২২

ভারতে “আই লাভ মোহাম্মদ” বলাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর দমন-পীড়ন শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ সম্প্রতি রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে একাধিক মুসলিম নাগরিককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বাজার, রাস্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে “আই লাভ ইউ মোহাম্মদ” লেখা পোস্টার, টি-শার্ট ও ব্যানার ব্যবহার করছিলেন। দিল্লির একটি আদালত এই ধরনের কর্মকাণ্ডকে “উসকানিমূলক” ও “আইনবিরোধী” বলে মন্তব্য করেছে।
মানবাধিকার কর্মীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় থাকা রাজ্যগুলোতে হিন্দু জাতীয়তাবাদী মনোভাব আরও তীব্র হয়ে উঠেছে। মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়ভীতি ও গ্রেপ্তারের ঘটনায় সেখানকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।
একাধিক মুসলিম সংগঠন এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।