বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৫০

সংগৃহীত

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এক মর্মান্তিক দুর্ঘটনা। জয়সলম থেকে জোধপুরগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল। জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই বাস থেকে নামার সুযোগ পাননি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত যাত্রীদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনায় রাজস্থানের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসা ও সহায়তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top