বৃহঃস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, নিহত সবাই হবিগঞ্জের

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।

৫৫ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মিডিয়া সেল থেকে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

ত্রিপুরার স্থানীয় দৈনিক সংবাদপত্র ত্রিপুরা টাইমস-এর সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা ওই তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, “রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কাছে পাঠিয়েছে। সেখান থেকে পাঠানো লাশের ছবিতে জুয়েল, পন্ডিত ও সজলকে শতভাগ শনাক্ত করা গেছে।”

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২-৩ দিন আগে হবিগঞ্জের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে তিনজন বাংলাদেশি ত্রিপুরার খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভেতরে ভারতের অভ্যন্তরে এবং ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত।

স্থানীয় ভারতীয় বাসিন্দারা গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে বলে জানায় বিজিবি।‡



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top