ট্রাম্প: মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না। একইসঙ্গে তিনি দাবি করেছেন, মোদি তাকে ভালোবাসেন এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। এই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও মনে করেন তিনি।

ট্রাম্প বলেন,

“মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে আমি চাই না, আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে নেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,

“আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে—কেউ কয়েক মাস থেকেছেন, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা।”

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রাশিয়া থেকে তেল কিনে মস্কোকে অর্থায়ন করছে, যা তার শান্তি প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।

তবে এখন ট্রাম্পের দাবি, মোদির সরকার তাকে আশ্বস্ত করেছে যে খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তার ভাষায়,

“ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top