চুক্তি না মানলে ইসরায়েলকে ফের যুদ্ধ শুরুর অনুমতি: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

হামাস যদি শান্তিচুক্তি মানতে না চায়, তবে ইসরায়েলকে গাজায় পুনরায় অভিযান শুরু করার অনুমতি দিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিএনএন-কে তিনি বলেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন।

ইসরায়েল অভিযোগ করেছে, হামাস চুক্তির শর্ত ভেঙে জীবিত ও মৃত জিম্মিদের সম্পূর্ণ ফেরত দিচ্ছে না। জবাবে হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মৃতদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে।

তবে দুই জ্যেষ্ঠ মার্কিন উপদেষ্টা বলেছেন, মৃত জিম্মিদের মরদেহ পুরোপুরি হস্তান্তর না করার জন্য হামাস চুক্তির শর্ত ভাঙছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না। তারা জানায়, অবশিষ্ট মরদেহ খুঁজে বের করে ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল কথা হলো, ভবিষ্যতে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাজা হবে সামরিকীকরণমুক্ত। ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে ৫৯টি দেশ যুক্ত আছে, যা দীর্ঘমেয়াদি শান্তির জন্য আশাবাদী করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top