মাদাগাস্কারে সরকার পতন: অন্তর্বর্তী প্রেসিডেন্ট কর্নেল মাইকেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০৩

সংগৃহীত

জেন জি নেতৃত্বাধীন গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারের ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। এই উত্তাল পরিস্থিতিতে শুক্রবার দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কর্নেল মাইকেল রানড্রিয়ানিরিনার নাম ঘোষণা করা হয়েছে।

রানড্রিয়ানিরিনা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে নতুন সরকারের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছে।

ক্ষমতা গ্রহণের আগে, গত মঙ্গলবার দেশটির সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। জাতীয় পরিষদে অনুষ্ঠিত এই ভোটে ১৩০টি ভোট তার অভিশংসনের পক্ষে পড়ে। এরপরই রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

কর্নেল রানড্রিয়ানিরিনা মঙ্গলবারই জানিয়েছিলেন, সেনাবাহিনী এখন দেশের দায়িত্বভার নিচ্ছে। এই অভ্যুত্থানের পর মাদাগাস্কারের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কেমন হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top