শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০, আহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৪

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। সীমান্তবর্তী এই এলাকায় গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘাত ও গোলাগুলি চলছিল।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, হামলায় নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা বলেন, “আমাদের হাসপাতালে আহতদের ভিড় লেগে আছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।”

গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে দুই প্রতিবেশী দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে গিয়েছিল। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে।
বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা চালায় বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার শিকার এক স্থানীয় বাসিন্দা হাজি বাহরাম তোলো নিউজকে বলেন,

“আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। শত শত স্থানীয় মানুষ জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। অনেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের এই হামলার ঘটনায়।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ বহু পুরোনো। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে সংঘর্ষ ও গোলাগুলি বেড়ে গেছে।
এর আগে একই অঞ্চলে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছিলেন, যার পর দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজ বাতিলের ঘোষণা দেয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top