ইন্দোনেশিয়ার তোলাকি উপজাতির অদ্ভুত রীতিতে স্ত্রীর বিশ্বাসঘাতকতার সমাধান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৪

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের উত্তর কোনাওয়ে জেলার এক দম্পতির ঘটনা সম্প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে শতাব্দী প্রাচীন তোলাকি উপজাতির রীতি অনুসারে একটি অস্বাভাবিক পদ্ধতিতে স্ত্রী-স্বামীর বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
স্থানীয় সংবাদমাধ্যম Tribunnews Sultra অনুসারে, পুউডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ পাঁচ বছর আগে এনএস-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তিনি জানতে পারেন, তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখছেন। সেপ্টেম্বরে তিনি তাদের হাতেনাতে ধরে পুলিশে প্রমাণ সহ দেন। প্রেমিক একজন খনি কোম্পানির কর্মী ছিলেন।
এ ঘটনার পর এসআরএইচ স্থানীয় প্রবীণদের পরামর্শ নেন। তারা মোওয়া সারাপু নামক ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করার পরামর্শ দেন, যার অর্থ ‘ছেড়ে দেওয়া এবং শান্তি স্থাপন করা’। শতাব্দী ধরে এই অনুষ্ঠান বৈবাহিক সমস্যার সমাধান এবং সম্প্রদায়ে ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
অনুষ্ঠানে, এসআরএইচ তার স্ত্রীকে কিছু নগদ অর্থ ও একটি গরুর বিনিময়ে প্রেমিকের হাতে তুলে দেন। ভিডিওতে দেখা যায়, তারা সকলের সামনে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আবেগপ্রবণ এসআরএইচ বলেন, “দয়া করে তাঁর ভাল যত্ন নেবেন। তিনি কখনও আমার সঙ্গে খুশি হননি।”
পরিকল্পিত রীতির অংশ হিসেবে, প্রেমিক এসআরএইচ-কে একটি গরু, বিশেষ কাপড়, তামার পাত্র এবং পাঁচ মিলিয়ন রুপি (প্রায় ২৬,০০০ টাকা) উপহার দেন। এরপর গ্রাম প্রধান ঘোষণা করেন, এসআরএইচ এবং এনএস-এর বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে।
তোলাকি জনগোষ্ঠীর এই রীতি মূলত শান্তি, মর্যাদা এবং সম্প্রদায়ের ভারসাম্য রক্ষার প্রতীক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।