যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের ১১ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা ইসরাইলের কাছে আরও একটি মৃতদেহ হস্তান্তরের সময় এই হামলার ঘটনাটি ঘটে। হামাসের অভিযোগ, ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং আগের মতোই গাজার বিভিন্ন স্থানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
সংগঠনটি আরও জানায়, আন্তর্জাতিক সংস্থাগুলোর পাঠানো মানবিক সহায়তা গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী। তারা রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী গাজার ভেতরে পৌঁছাতে পারছে না।
এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও এই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন মানবিক সংকটকে আরও গভীর করছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।