রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: খাদ্য মজুত করছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১

ছবি: সংগৃহীত

রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে, তা অব্যাহত থাকলে চলতি ২০২৫ সাল কিংবা আগামী ২০২৬ সালের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছে সুইডেন। সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশটি আগাম খাদ্য মজুতের সিদ্ধান্ত নিয়েছে।

সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার বুধবার এক বিবৃতিতে জানায়,

“বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এ কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

বিবৃতিতে আরও জানানো হয়, এই প্রকল্পের জন্য ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে সুইডেন সরকার। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে একাধিক আধুনিক খাদ্যগুদাম নির্মাণ করা হবে। সম্ভাব্য যুদ্ধকালীন সময়েও প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন ন্যূনতম ৩ হাজার ক্যালরি পরিমাণ খাদ্য পেতে পারেন— সেই হিসাব অনুযায়ী এসব গুদামে খাদ্য সংরক্ষণ করা হবে।

সুইডেনের প্রতিবেশী ফিনল্যান্ডও যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, আগামী মাস থেকে নাগরিকদের যুদ্ধকালীন পরিস্থিতিতে দৈনন্দিন জীবন চালিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হবে।

এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের এই পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-কে বলেন,

“পশ্চিমা বিশ্ব সব সময় রুশবিরোধী হিস্টিরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও নাগরিকদের প্রশিক্ষণও সেই হিস্টিরিয়ারই অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে?”

গত কয়েক মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে রুশ বাহিনীর দ্রুত অগ্রগতি এবং পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে উত্তেজনা বাড়ছে। এ অবস্থায় ইউরোপের উত্তরাঞ্চলীয় দেশগুলো সম্ভাব্য যুদ্ধঝুঁকি বিবেচনায় প্রতিরক্ষা ও নাগরিক প্রস্তুতি জোরদার করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top