রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কাতারের মধ্যস্থতায় পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৬

সংগৃহীত

অবশেষে শান্তি! দীর্ঘদিনের উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ১০ অক্টোবর ভোরে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দোহাতে হওয়া এই আলোচনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ছিল কাতার ও তুরস্ক। আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে এই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ দেখা যায়। এতে কয়েকশ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ২,৬০০ কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে। এমনকি কদিন আগেই কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ হিসেবে আফগান সেনারা হামলা চালালে পরিস্থিতি চরম রূপ নেয়।

টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাক সেনা নিহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। তবে কাতার জানিয়েছে, এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়, সে জন্য দুই দেশ নিয়মিত ফলোআপ বৈঠক করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top