রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

’নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ছড়াল ইউরোপেও

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩৪

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘স্বৈরাচারী মনোভাব’ রুখতে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। ‘নো কিংস’ শীর্ষক এই প্রতিবাদে অংশ নিচ্ছেন লাখো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই। বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলতেই এই আয়োজন। শুধু যুক্তরাষ্ট্র নয়, সংহতি জানিয়ে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ ও ইতালির রোমেও ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের ঢেউ।

পরিস্থিতি সামলাতে প্রস্তুত রয়েছে বেশ কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্য। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ‘অ্যান্টিফা-সম্পৃক্ত বিক্ষোভের’ অজুহাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সমালোচকরা বলছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে সামরিক বাহিনী পাঠানো স্বৈরশাসকের কাজ।

বিক্ষোভের কেন্দ্রীয় কর্মসূচি চলছে ওয়াশিংটন ডিসিতে, যেখানে প্রধান বক্তা হিসেবে আছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। অন্যদিকে, ট্রাম্প বিরোধী এই প্রতিবাদে যোগ দিয়েছেন জেন ফন্ডা, জন লেজেন্ডসহ খ্যাতনামা একাধিক তারকা।

যদিও ট্রাম্প নিজেকে ‘রাজা নন’ বলে দাবি করেছেন, তবে তার সমর্থক রিপাবলিকানরা এই বিক্ষোভকে ‘হেইট আমেরিকা র‍্যালি’ আখ্যা দিচ্ছেন। বিক্ষোভ শান্তিপূর্ণ থাকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কানসাসের এক সিনেটর। যুক্তরাষ্ট্রজুড়ে এখন প্রতিবাদের উত্তেজনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top