ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ১৭
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯

ব্রাজিলে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল হাইওয়ে পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে একটি যাত্রীবাহী বাস চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর রাস্তার পাশে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে উলটে যায় বাসটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।
বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী ও ৬ জন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্ঘটনায় বাসচালক হালকা আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর পেছনে অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটি দায়ী হতে পারে।
পুলিশ জানিয়েছে, যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট বাঁধেননি, যার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।