সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ইরানে মোসাদ গুপ্তচরকে ফাঁসি: আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। কুম প্রদেশের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ কাজেম মৌসাভি এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কুম শহরের কারাগারে।

বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ এবং ‘পৃথিবীতে ফ্যাসাদ ছড়ানোর’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকার পর শাস্তি কার্যকর করা হয়।

মৌসাভি আরও জানান, ওই ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতা শুরু করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

বিস্তৃত তদন্ত এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে, তিনি মোসাদের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখে গোপন ও শ্রেণিবদ্ধ তথ্য বিদেশি ওয়েবসাইটে সরবরাহ করতেন। ইরান সরকার এই ঘটনাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top