বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নাইজেরিয়ায় ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৮০; তেল সংগ্রহে বিপদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৫

সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির নাইজার অঙ্গরাজ্যের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় অনুযায়ী, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি উল্টে যায়।

ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিপুল পরিমাণ তেল রাস্তায় ছড়িয়ে পড়ে। তখনই বিপদ উপেক্ষা করে আশপাশের বহু মানুষ ছড়িয়ে পড়া সেই জ্বালানি সংগ্রহে ছুটে আসেন। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তেই আশেপাশের সবাইকে গ্রাস করে।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই বিস্ফোরণের আগে তেল সংগ্রহ করছিলেন। ফেডারেল রোড সেফটি কর্পস জানিয়েছে, এখনো উদ্ধারকাজ চলছে এবং রাস্তার খারাপ অবস্থার কারণে তা ব্যাহত হচ্ছে।

নাইজার অঙ্গরাজ্যের গভর্নর উমারু বাগো এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, ঝুঁকি জানা সত্ত্বেও মানুষের তেল সংগ্রহের চেষ্টা খুবই হতাশাজনক। জ্বালানি ভর্তুকি তুলে দেওয়ায় দেশটিতে তেলের দাম বেড়ে যাওয়াই দরিদ্রদের এই ঝুঁকিপূর্ণ কাজে ঠেলে দিচ্ছে। এর আগে, চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের দুর্ঘটনায় এই অঙ্গরাজ্যেই কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছিল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top