দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-শি বৈঠক; রাশিয়ার তেল কোম্পানিতে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া সফরে যাচ্ছেন। এই সফরে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) ট্রাম্প ঘোষণা করেন যে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাবেন তিনি। দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও তেল নিয়ে আলোচনা করবেন। ট্রাম্প আশাবাদী, শি পুতিনের ওপর 'বড় প্রভাব' ফেলতে পারেন।
ইউক্রেনে প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করায় ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক বাতিল করেছেন। তিনি বলেন, 'আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না।'
এদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে চাপে ফেলতে দেশটির দুই শীর্ষ তেল কোম্পানি—রসনেফট ও লুকঅয়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ট্রাম্প বলেন, পুতিন শান্তির ব্যাপারে আন্তরিক নন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই তেল কোম্পানিগুলোই ক্রেমলিনের 'যুদ্ধযন্ত্রের' অর্থ যোগায়। ন্যাটো মহাসচিব মার্ক রুটে এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং বলেন, এটি পুতিনের ওপর আরও চাপ তৈরি করছে। ট্রাম্পের এশিয়া সফর এবং নতুন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।