অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা: ২৫ জনের মৃত্যু
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুনে পুড়ে যায় পুরো বাসটি। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী মারা যান।
দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা অন্ধ্রপ্রদেশজুড়ে। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
তেলুগু অভিনেতা ও প্রযোজক মাঞ্চু বিষ্ণু বর্ধন বাবু এক পোস্টে লিখেছেন,
“হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ের এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত নিরীহ প্রাণ এমনভাবে হারিয়ে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তেলেগু বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মোহন বাবু বলেন,
“এই দুর্ঘটনার খবর শুনে মন ভেঙে গেল। মুহূর্তের মধ্যে এতগুলো প্রাণ চলে গেল। এমন কঠিন সময়ে ভাষা হারিয়ে যায়। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর যেন শোকাহতদের শক্তি দেন।”
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।