আফগানিস্তান-পাকিস্তান আলোচনা: সন্ত্রাস দমনে ৪ দেশীয় পর্যবেক্ষক দল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৯
দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ১৮ ও ১৯ অক্টোবর দোহায় প্রথম দফার বৈঠকের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হয়েছিল এবং এরপর থেকে বড় কোনো হামলার খবর আসেনি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জানিয়েছেন, এই বৈঠকের প্রধান লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা।
এই ব্যবস্থার মাধ্যমে আফগান মাটি থেকে পাকিস্তানের দিকে আসা সন্ত্রাসী হুমকি মোকাবেলা করা হবে, যাতে নিরীহ নাগরিকদের প্রাণহানি কমানো যায়। আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।