বিজ্ঞাপন দেখে ক্ষোভে কানাডার পণ্যে শুল্ক বৃদ্ধি করল ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার একটি শুল্কবিরোধী বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক’ উল্লেখ করে দেশটির পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। কানাডার অন্টারিও রাজ্য বিজ্ঞাপনটি প্রচার করে, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করা হয়েছে- যা ট্রাম্পের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।
শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশি শুল্ক বৃদ্ধি করছি।”
এর আগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কানাডার পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। বিশেষ করে ইস্পাতে ৫০ শতাংশ এবং অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার এশিয়া সফরে থাকা অবস্থায় আরও শুল্ক বৃদ্ধি ঘোষণার কথা জানান তিনি।
ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপ চলাকালেই বিজ্ঞাপনটি প্রচার হওয়ায় ট্রাম্প আরও ক্ষুব্ধ হন। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে শুল্ক নীতির বিরুদ্ধে মামলার ওপর প্রভাব ফেলতে ‘পরিকল্পিতভাবে’ এই বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।
চাপের মুখে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, তিনি আলোচনা শুরুর স্বার্থে বিজ্ঞাপনটি স্থগিত করবেন। তবে সপ্তাহান্ত এবং ওয়ার্ল্ড সিরিজ গেমস চলাকালীন বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অন্যদিকে রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও দাবি করেছে- তাদের অনুমতি ছাড়া রিগ্যানের বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনে।
কানাডার তিন-চতুর্থাংশ রপ্তানি যায় যুক্তরাষ্ট্রে, অটোমোবাইল শিল্পের কেন্দ্র অন্টারিও শুল্ক বৃদ্ধিতে সবচেয়ে ঝুঁকিতে, জি-৭ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না পৌঁছানো একমাত্র দেশ কানাডা
ট্রাম্প বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে কোনো বৈঠকে বসার পরিকল্পনা নেই তার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।