রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৫

সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ জানিয়েছেন, তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলেই এই যুদ্ধ শুরু হতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলবে। সম্প্রতি প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই বৈঠকের লক্ষ্য হলো সেই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়া।

খোয়াজা আসিফ আশাবাদী, কারণ গত চার-পাঁচ দিন ধরে কোনো সংঘর্ষ হয়নি। তবে তিনি স্পষ্ট করে দেন, আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।

চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের অভ্যন্তর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান। অভিযোগ অস্বীকার করে তালেবান এটিকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে।

এই সংঘর্ষের জেরে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো এখনও বন্ধ। তাই ইস্তাম্বুলের এই শান্তি আলোচনা দুই দেশের সম্পর্কের মোড় ঘোরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top