মালয়েশিয়ায় ট্রাম্প: শুরু হলো পাঁচ দিনের এশিয়া সফর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:০৯
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার সকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এই সফরে ট্রাম্পের প্রধান কর্মসূচি হলো আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ। পাশাপাশি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই করাতে তিনি মধ্যস্থতা করবেন, যা গত মে মাসের সীমান্ত বিরোধের অবসান ঘটাবে। ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে এই 'বড় শান্তিচুক্তি'র কথা জানিয়েছেন।
সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন। ট্রাম্প আশা করছেন নভেম্বরের আগেই চুক্তি হবে, অন্যথায় আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
এছাড়া, ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। কিমও ইতিবাচক সাড়া দিয়েছেন। মালয়েশিয়া সফরের পর ট্রাম্প জাপান হয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।