রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুই সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেক্স | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

সংগৃহীত

ফ্রান্সের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে সংঘটিত চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে, তারা জাদুঘর থেকে চুরি হওয়া মূল্যবান অলংকারের সঙ্গে জড়িত একটি চোরচক্রের সদস্য।

রোববার ফরাসি গণমাধ্যম লো পাহিসিয়ঁ-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আটক দুজনের বসবাস প্যারিসের উপশহর সেইন-সঁ-দনিতে। তাদের একজনকে চার্লস দো গল বিমানবন্দর থেকে এবং অন্যজনকে শহরের অন্য এলাকা থেকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। দুজনের বয়স প্রায় ৩০ বছরের মধ্যে।

গত রবিবার ল্যুভর জাদুঘরে চুরির ঘটনাটি ঘটে। তদন্তে জানা যায়, চোরেরা একটি বৈদ্যুতিক মই ব্যবহার করে জাদুঘরের দ্বিতীয় তলায় ওঠে এবং গ্যালারি দ্য অ্যাপোলোতে প্রবেশ করে। এখানেই প্রদর্শিত ছিল রাজকীয় অলংকার, মুকুট ও হীরাখচিত প্রদর্শনী সামগ্রী।

চুরি হওয়া রত্নগুলোর মধ্যে অন্যতম ছিল তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা, যাতে ছিল ২১২টি মুক্তা, ১,৯৯৮টি হীরা ও ৯৯২টি রোজ-কাট হীরা। এছাড়া সম্রাজ্ঞীর ব্যবহৃত একটি হীরাখচিত বেল্ট বা কোমরবন্ধনীতে ছিল ২,৪৩৮টি হীরা ও ১৯৬টি রোজ-কাট হীরা। জাদুঘরের তথ্যমতে, ২০০৪ সালে সংরক্ষিত এই গয়নার সেটে ছিল ৩২টি পান্না ও ১,১৩৮টি হীরা। নেপোলিয়নের নির্দেশে বিয়ের সময় দুটি বিলাসবহুল সেট তৈরি করা হয়—একটি ওপাল ও হীরা দিয়ে, আরেকটি পান্না ও হীরা দিয়ে। চোরেরা এই সেটের একটি কানের দুলের জোড়া নিয়ে গেছে।

ফ্রান্সের সরকারি কৌঁসুলি আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, চুরি হওয়া আটটি অলংকারের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৮.৮ কোটি ইউরো (প্রায় ১০ কোটি মার্কিন ডলার)।

চুরির ঘটনায় জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে এবং ফরাসি পুলিশ বলছে, তারা ঘটনাটিকে “অত্যন্ত পরিকল্পিত ও পেশাদার” চুরি হিসেবে বিবেচনা করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top