আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থি স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:০৩
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ঐতিহাসিক জয় পেয়েছেন বামপন্থি স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি। প্রতিদ্বন্দ্বী হেদার হামফ্রিসকে বড় ব্যবধানে হারিয়ে ৬৩ শতাংশ ভোট নিশ্চিত করেন ৬৮ বছর বয়সী এই সাবেক আইনজীবী।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে দেশের ৪৩টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় কনোলিকে। নির্বাচনে তাকে সমর্থন দেয় আয়ারল্যান্ডের বামপন্থি বিরোধী দলগুলোর জোট।
পরাজয় স্বীকার করে প্রতিদ্বন্দ্বী হেদার হামফ্রিস বলেন,
“ক্যাথেরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন। তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি আন্তরিকভাবে তাঁর জন্য অনেক শুভকামনা জানাচ্ছি।”
বিজয়ের পর ডাবলিন ক্যাসেলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাথেরিন কনোলি। তিনি বলেন,
“আমি আয়ারল্যান্ডের জনগণের কথা শুনব এবং তাদের হয়ে কাজ করব। এই দেশকে ঐক্য ও সহমর্মিতার পথে এগিয়ে নিতে চাই।”
আয়ারল্যান্ডের ইতিহাসে তৃতীয় নারী প্রেসিডেন্ট হিসেবে নাম লিখিয়েছেন ক্যাথেরিন কনোলি। তার আগে এই পদে দায়িত্ব পালন করেছেন মেরি রবিনসন ও মেরি ম্যাকঅ্যালিস।
কনোলির এই বিজয়কে আয়ারল্যান্ডে বামপন্থি রাজনীতির নতুন উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।