মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত জ্যামাইকা: ক্যাটাগরি-৫ ঝড়ে মহাবিপর্যয়ের আশঙ্কা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৯

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড় মেলিসা জ্যামাইকায় আঘাত হেনে সৃষ্টি করেছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। আবহাওয়াবিদদের মতে, এ ঝড় ‘বিপর্যয়কর’ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। ইতোমধ্যে হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রেড ক্রস জানিয়েছে, ঝড়ের প্রভাবে ১৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, মেলিসা ক্যাটাগরি-৫ মাত্রার ঝড় হিসেবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। উপকূলীয় এলাকা ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

মৃতের সংখ্যা বেড়ে ৭

এ পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে—

  • জ্যামাইকা: ৩ জন

  • হাইতি: ৩ জন

  • ডোমিনিকান রিপাবলিক: ১ জন

এ ছাড়াও আরও একজন নিখোঁজ রয়েছেন।

  • বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত

  • শুরু হয়েছে জরুরি উদ্ধার অভিযান

  • ক্ষতিগ্রস্তদের সহায়তায় খোলা হয়েছে অনলাইন পোর্টাল

কিউবাতেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোর নাগাদ ঝড়টি দেশটিতে আঘাত হানতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সাগরের অস্বাভাবিক উষ্ণতা মেলিসাকে অতিপ্রবল শক্তি দিয়েছে— যা পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য বড় ধরনের মানবিক বিপর্যয়ের ইঙ্গিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top