গাজায় ১২ ঘণ্টায় নিহত ১০০! ৩৫ শিশু, যুদ্ধবিরতি ভঙ্গের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:০০
গভীর উদ্বেগ! গত ১২ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স আজ (বুধবার) নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৩৫ শিশুও রয়েছে।
সিভিল ডিফেন্স দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়ে সংস্থাটিকে কাজ করতে দেওয়ার জন্য জ্বালানি, সরঞ্জাম ও মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে।লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড বলছেন, এই যুদ্ধবিরতি প্রথম দিন থেকেই ভঙ্গুর ছিল।
উভয়পক্ষই একে অপরের সীমা পরীক্ষা করছে, যা এক ধরনের 'মুরগির খেলা'।তাঁর মতে, উভয়পক্ষই এখন সেই 'ধোঁয়াটে বন্দুকের' সন্ধান করছে, যা তাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের অজুহাত দেবে। একে অপরের ওপর দোষারোপ করা ছিল প্রত্যাশিত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।