‘চোখের ঈশ্বর’ ড. সান্দুক রুইত: দৃষ্টি ফেরান বিনা মূল্যে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫১
নেপালের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্বের দরিদ্র মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন নেপালের চক্ষু বিশেষজ্ঞ ড. সান্দুক রুইত। তিনি এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এক টাকাও না নিয়ে, সম্পূর্ণ বিনামূল্যে।
ড. রুইত এমন এক আধুনিক ও সাশ্রয়ী ছানি অপারেশন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মাত্র ৫ ডলারেরও কম খরচে একজন রোগীর দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব। যেখানে পশ্চিমা বিশ্বে একই সার্জারির খরচ ২০০ ডলার বা তার বেশি।
তার প্রতিষ্ঠিত Tilganga Institute of Ophthalmology এবং Himalayan Cataract Project–এর মাধ্যমে তিনি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অসংখ্য সার্জনকে প্রশিক্ষণ দিয়েছেন। আজও তার নেতৃত্বে মোবাইল আই ক্যাম্পের মাধ্যমে পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে যাচ্ছে বিনামূল্যে চোখের চিকিৎসা।
ড. রুইতের লক্ষ্য একটাই
“যতদিন বেঁচে আছি, এমন কোনো মানুষ যেন অন্ধ না থাকে, যার অন্ধত্ব নিরাময়যোগ্য।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।