গাজায় ভয়াবহ হামলা: ৪৬ শিশুসহ ১০৪ জন নিহত, যুদ্ধবিরতি ভেস্তে গেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৩২
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর সবচেয়ে ভয়াবহ ২৪ ঘণ্টা দেখল ফিলিস্তিনিরা। এক ইসরায়েলি সেনা নিহতের অজুহাতে নির্বিচার বোমা হামলায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতকাল নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে অন্তত ৪৬ জনই শিশু, এছাড়া বেশ কয়েকজন নারী ও বৃদ্ধ রয়েছেন। হামলায় একজন সাংবাদিক, মোহাম্মদ আল-মুনিরাবি, স্ত্রীসহ নিহত হন।
হামাসের অভিযোগ, দখলদার বাহিনী মিথ্যা অজুহাত তৈরি করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল এ পর্যন্ত ১২৫ বারেরও বেশি লঙ্ঘন করেছে।ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় মধ্য গাজায় একটি আবাসিক ভবন ধসে পড়ায় একই পরিবারের অন্তত ১৮ জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু, বাবা-মা, দাদা-দাদিও ছিলেন।মধ্যস্থতাকারী দেশ কাতার এই চুক্তি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নও সব পক্ষকে শান্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছে।এদিকে, যুদ্ধকালীন মানসিক চাপ বাড়ছে ইসরায়েলি সেনাদের মধ্যেও। জানা গেছে, গাজায় যুদ্ধের সময় ১৮ মাসে প্রায় ২৭৯ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।