রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক ও স্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় প্যালেস্টাইন নিউজপেপারের সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাভি ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সরকারি গণমাধ্যম কার্যালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৯ অক্টোবর) নুসেইরাত শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়। হামলায় নিহত আল-মুনিরাভি এবং তার স্ত্রী গাজায় চলমান উত্তেজনার নতুন ক্ষতকে তুলে ধরেছেন।

মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, এর মধ্যেও কয়েক দিনে ইসরাইলের নির্বিচার হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবারের হামলায় ১০৪ জন প্রাণ হারান, যাদের মধ্যে ৪৬ শিশু এবং ২০ নারী অন্তর্ভুক্ত। আহত হন আরও ২৩৫ জন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দিয়েছেন, দাবি করে বলেন হামাস রাফা অঞ্চলে তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। তবে হামাস এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

আল-মুনিরাভির মৃত্যুর পর থেকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৫৬ জনে দাঁড়িয়েছে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top