শতাব্দীর ভয়াবহ তাণ্ডবের পর দুর্বল মেলিসা, ক্যারিবীয় অঞ্চলে নিহত কমপক্ষে ৫০
আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১০:৫২
ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘মেলিসা’ এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার।
সংস্থাটি জানায়, মেলিসার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি ছিল— যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেন,
“জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এমন শক্তিশালী আঘাত দেশটি আগে কখনও দেখেনি।”
গত ২৮ অক্টোবর ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ‘মেলিসা’। এটি ১৯৮৮ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে ব্যাপকভাবে বাড়িঘর, সড়ক ও ফসলের ক্ষতি হয়েছে।
জ্যামাইকার সরকারি হিসাবে, এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। জনপ্রিয় পর্যটন নগরী মন্টেগো বে-তে কোমর সমান পানি জমে গেছে।
অ্যাকুওয়েদারের হিসাবে, শুধু জ্যামাইকাতেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
প্রতিবেশী হাইতিতে মারা গেছেন অন্তত ৩১ জন এবং ২০ জন নিখোঁজ রয়েছেন। দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় নদী উপচে পড়ে ২৩ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ১০ জন শিশু।
ঝড়ের পর দেশটিতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কিউবায় ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি–৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। প্রাণহানি না হলেও সেখানে ৭ লাখ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক সম্পদ ক্ষতি হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) ক্যারিবীয় পরিচালক ব্রায়ান বোগার্ট বলেন,
“মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ।”
-
জ্যামাইকার প্রায় ৭৭ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
-
মন্টেগো বে-তে পানির উচ্চতা কোমর সমান পর্যন্ত
-
মোট অর্থনৈতিক ক্ষতি ৪৮–৫২ বিলিয়ন ডলার
-
হাইতিতে অন্তত ২৫ জনের মৃত্যু, অধিকাংশই বন্যায়
-
কিউবায় গণ–উচ্ছেদ, তবে প্রাণহানি নেই
বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড়গুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে।
‘র্যাপিড ইনটেনসিফিকেশন’ বা দ্রুত শক্তিবৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।