এল-ফাশের দখল করে আরএসএফের তাণ্ডব: বিপন্ন ৩৬ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১২:৪২

সংগৃহীত

সুদানের উত্তর দারফুরের এল-ফাশের শহরে ভয়াবহ মানবিক বিপর্যয়। আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ গত সপ্তাহে শহরটি দখল করার পর সেখানে কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে বলে খবর। শুধু একটি হাসপাতালেই নিহত হয়েছেন প্রায় ৪৬০ জন।

শহরটির পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শত শত লাশ রাস্তায় পড়ে আছে, দাফন করার মতো কেউ নেই। আহতদের উদ্ধারেরও কোনো সুযোগ নেই। প্রাণ বাঁচাতে প্রায় ৩৬ হাজার মানুষ ৭০ কিলোমিটার দূরের তাভিলা শহরে পালিয়ে গেছেন।

জাতিসংঘ জানিয়েছে, শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছেন। বিশেষজ্ঞরা এক বছরেরও বেশি সময় ধরে গণহত্যার ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিল, কিন্তু সাড়া মেলেনি।এল-ফাশেরে এখনো খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট। তবে দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাতিসংঘ ২০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top