আবারও তানজানিয়ার ক্ষমতায় সামিয়া হাসান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৩:৫৫

সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত বুধবার (২৯ অক্টোবর) প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের আগে সামিয়ার সরকার ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমনপীড়ন চালায়, যার কারণে প্রধান দুই বিরোধী দলকেই নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়।

নির্বাচনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দেশের বৃহত্তম নগরী দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দেয়। দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করছে।

শুক্রবার (৩১ অক্টোবর) প্রধান বিরোধী দল চাদেমা পার্টি বিক্ষোভে শত শত মৃত্যুর দাবি করে। দলটির মুখপাত্র জন কিটোকা বার্তা সংস্থা এএফপিকে জানান,

“আমরা যখন কথা বলছি, দার-এস-সালামে মৃতের সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজায় ২০০ ছাড়িয়েছে। যদি অন্যান্য জায়গার নিহতদের সংখ্যা যোগ করি, তবে এটি প্রায় ৭০০ জন হবে।”

তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটি চামা চা মাপিনদুজি (সিসিএম) দল দ্বারা পরিচালিত হচ্ছে। এই দল নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছে। দলটির নারী রাজনীতিক সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট হন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি অফিসে মৃত্যুবরণ করেন।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top