মেক্সিকোর সোনোরা রাজ্যের সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১১:৪১
মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। খবর জানিয়েছে আল জাজিরা।
শনিবার (১ নভেম্বর) রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডো’স নামের দোকানটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় দুপুরে এই ঘটনা ঘটে।
রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। তিনি আরও জানান, আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ‘হামলা’ বা ‘নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার’ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। দুরাজো বলেন, “আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।”
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।